চাকরির বিজ্ঞপ্তি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে ৩০ জন আটক হয়েছেন

Published at: 2022-10-26 10:47:11
Category:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এমন তথ্যের ভিত্তিতে আজ রোববার র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত রাজধানীর নিকুঞ্জ এলাকায় চারটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেন। এদের মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। র‍্যাব সূত্র জানায়, আজ সকাল ১০ টার দিকে র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করেন। র‌্যাব-১ এর একটি দল রাজধানীর নিকুঞ্জ-২ এর আর কে চৌধুরী ইন্টারন্যাশনাল, এনএস এমএস প্রাইভেট লিমিটেড, ধানসিঁড়ি লজিস্টিক সার্ভিস ও আশীর্বাদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেন। এই চার প্রতিষ্ঠান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে অনলাইনে বিজ্ঞপ্তি দিয়েছিল। এতে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাকরি প্রত্যাশীরা ঢাকায় এসে ওই সব প্রতিষ্ঠানে আবেদন জমা দেন। প্রতিষ্ঠানের মালিকেরা চাকরি প্রত্যাশীদের প্রত্যেকর কাছ থেকে মেডিকেল সার্ভিস ও অফেরতযোগ্য জামানাতের কথা বলে ৫০ হাজার থেকে এক লাখ ২০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়। এদের মধ্যে চার প্রতিষ্ঠানের মালিকসহ ১৩ জন নিজেদের দোষ স্বীকার করায় তাঁদের তিন মাস থেকে দেড় বছর পর্যন্ত কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।


COPYRIGHT © 2022 AVIATION DHAKA CONSORTIUM. ALL RIGHT RESERVED