সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে চাকরী জালিয়াতি কেলেঙ্কারিতে

Published at: 2020-11-19 11:50:08
Category:

বৃহস্পতিবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব -১১ এ তথ্য প্রকাশ করেছে। অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে চাকরি দেওয়ার নামে চাকরি প্রত্যাশীদের ভোক্তা দেওয়ার অভিযোগে ঢাকার দনিয়া এলাকায় একটি জালিয়াতির রিংয়ের সক্রিয় সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার র‌্যাব ১১-এর একটি দল কদমতলী থানার আওতাধীন ওই এলাকার এভারওয়ে সিকিউরিটি প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে একটি অভিযান চালিয়ে মোসলেম উদ্দিন ওরফে রানা (৩০), মোঃ ইসমাইল (৩১), জালাল উদ্দিন (৫০), শরীফকে গ্রেপ্তার করে হোসেন (২০), শবনম আক্তার (৩২), সুমাইয়া আক্তার রিভা (১৮) এবং বিথি আক্তার (৩০)। তত্কালীন প্রশিক্ষণার্থী, কর্মচারী এবং আবেদনকারীদের মতো র‌্যাব 60০ জনকে উদ্ধার করেছিল এবং কম্পিউটার, মোবাইল, অফিস সিল, চাকরীর আবেদন, বিপুল পরিমাণ জাল চাকরির বিজ্ঞাপন, ক্ষতিগ্রস্থদের অর্থ প্রাপ্তি, চাকরি প্রার্থীদের নিবন্ধন ফর্ম এবং নগদ অর্থ উদ্ধার করেছে। তাদের দখল বৃহস্পতিবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব -১১ এ তথ্য প্রকাশ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে যে মোসলেম উদ্দিন ওরফে রানা এই জালিয়াতি চক্রের মূল পরিকল্পনাকারী ছিল। তিনি একটি ফেসবুক অ্যাকাউন্ট খুললেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেকার যুবক পুরুষ এবং মহিলা চাকরীর বিজ্ঞাপনে আকৃষ্ট করেছিলেন, প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। https://www.dhakatribune.com/bangladesh/2020/07/02/seven-arrested-over-fake-job-scam


COPYRIGHT © 2022 AVIATION DHAKA CONSORTIUM. ALL RIGHT RESERVED